শেরপুরে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 127 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। কারিগরি শিক্ষা অধিদপ্তর, এটুআই, একশন এইড ও ইউএনডিপির সহযোগিতায় শরপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এ মেলার আয়োজন করে।


শেরপুরে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শেরপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। কারিগরি শিক্ষা অধিদপ্তর, এটুআই, একশন এইড ও ইউএনডিপির সহযোগিতায় শরপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এ মেলার আয়োজন করে।

শেরপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল হান্নান খান, এটুআই এর পলিসি স্পেশালিস্ট আসাদ-উজ-জামান, একশন এইড বাংলাদেশের সিনিয়র অফিসার জোহরা বিনতে জামান বনি, জেলা বিসিকের উপ-ব্যবস্থাপক বিজয় দত্ত প্রমুখ।

এ চাকরি মেলায় দেশের স্বনামধন্য ২৭টি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা চাকরির সুযোগ নিয়ে স্টল দিয়েছেন। ওইসব স্টলে চাকরিপ্রত্যাশীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। এছাড়া আয়োজক কর্তৃপক্ষের উদ্যোগে চাকরিপ্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ দেবে ওইসব প্রতিষ্ঠান। এদিন প্রায় পাঁচশত চাকরিপ্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি