বঙ্গোপসাগরে কালোবৈশাখী ঝড়ে হারিয়ে যাওয়া ২৬ জেলে জীবিত উদ্ধার

সর্বমোট পঠিত : 35 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কালো বৈশাখী ঝড়ে বঙ্গোপসাগরে হারিয়ে হাওয়া ২৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা জেলেরা সবাই সুস্থ আছেন। ৮ মে বুধবার বিকাল এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোন চট্রগ্রাম সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ।


কালো বৈশাখী ঝড়ে বঙ্গোপসাগরে হারিয়ে হাওয়া ২৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা জেলেরা সবাই সুস্থ আছেন। ৮ মে বুধবার বিকাল এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোন চট্রগ্রাম সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ।

তিনি বলেন, ৮ মে বুধবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে চট্টগ্রামের মহেশখালী, বাঁশখালী ও আনোয়ারা অঞ্চলে কালবৈশাখী ঝড়ে উত্তাল সমুদ্রে সাঙ্গু মোহনা, উঠান মাঝির ঘাট, বারো আউলিয়া ঘাট ও দোভাষী বাজার ঘাট সংলগ্ন এলাকায় বেশ কিছু সংখ্যক লবনের বোট ডুবির ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত বিপদগ্রস্থ ব্যক্তিদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডের টহলরত জাহাজ বিসিজিএস অপূর্ব বাংলা ও বিসিজি স্টেশন সাঙ্গু হতে বোট যোগে জরুরী ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের জাহাজ ও বোটের সমন্বিত প্রচেষ্টায় উত্তাল সমূদ্রে প্রায় সাড়ে তিন ঘন্টা অভিযান চালিয়ে সমুদ্রে ভাসমান ২৬ জন মাঝিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করে কোস্টগার্ড বার্থ পতেঙ্গায় নিয়ে আসা হয় এবং পরিবারের নিকট হস্তান্তর করা হয়

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি