সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত 

সর্বমোট পঠিত : 15 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে আগামী ৮ মে গ্রহণ সংক্রান্ত কার্যক্রম মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সকল পদের নির্বাচন স্থগিত করা হলো।  


৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপের জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৭ মে)  বিকেল সাড়ে ৪ টায় এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।  

নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক (আনারস প্রতিক) এর নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন গত ৫ মে তার প্রার্থিতা বাতিল করেন। ৬ মে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ৫৩০৩/২০২৪ দায়ের করলে মোঃ রফিকুল ইসলাম রফিকের প্রার্থীতা বহাল রাখেন মাননীয় হাইকোর্টের আপিল বিভাগের ব্রেঞ্চ। মাননীয় হাইকোট বিভাগের উক্ত আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনার মাননীয় আপিল বিভাগে সিএপি নং ৩৭৮/২০২৪ দায়ের করলে ০৭/০৫/২০২৪ ইং তারিখে “ ঘঙ ঙজউঊজ ” প্রদান করা হয়। বাস্তবতার নিরিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের নিমিত্ত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ৮ মে সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মাননীয় নির্বাচন কমিশন।   

এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে আগামী ৮ মে গ্রহণ সংক্রান্ত কার্যক্রম মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সকল পদের নির্বাচন স্থগিত করা হলো।  এ বিষয়ে পরবর্তী করণীয় কর্তৃপক্ষের নির্দেশনা ক্রমে জানানো হবে।  

এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে আগামী ৮ মে গ্রহণ সংক্রান্ত কার্যক্রম মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক সকল পদের নির্বাচন স্থগিত করা হলো।  

উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচনের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পুলিং অফিসারসহ আইন শৃংখলা বাহিনীর সকল সদস্য দিনভর অপেক্ষা করে নির্বাচন স্থগিত হওয়ায় বিরষবদনে বাড়ী ফিরে গেছেন বলে জানাগেছে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি