প্রথম ধাপের শেরপুরের দুই উপজেলা পরিষদের নিবার্চন কাল

সর্বমোট পঠিত : 48 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ারুল হক জানান, নির্বাচনটি অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ,র‍্যাব, বিজিবি,আনসার সহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভোটগ্রহণ সংক্রান্ত সকল সরঞ্জামাদি স্ব-স্ব কেন্দ্র্রের দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আনসার,পুলিশ কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে। বুধবার সকালে ভোট গ্রহন শুরুর আগেই অধিক নিরাপত্তার সাথে স্বস্ব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। 


শেরপুর প্রতিনিধি : ৫ উপজেলার মধ্যে শেরপুর জেলার দুই উপজেলাতে রাত পোহালেই অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নিবার্চন।এই নিবার্চনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সহকারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সকল কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। 

এই নির্বাচনটি অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ, র‍্যাব,বিজিবি,আনসার সহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট দ্বায়িত্ব পালন করবেন।এই নির্বাচনে ঝিনাইগাতী উপজেলা থেকে চেয়ারম্যান পদে-৫ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে-১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্ববন্ধিতা করবেন। ৫৫ টি কেন্দ্রের বিপরীতে ১ লক্ষ ৫২ হাজার ৩০ জন নারি পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

অপরদিকে শ্রীরবদী উপজেলাতে চেয়ারম্যান পদে-৭ জন,পুরুষ ভাইস  চেয়ারম্যান পদে-১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন  প্রার্থী প্রতিদ্ববন্ধিতা করবেন। এতে ৮৬ টি কেন্দ্রের বিপরীতে ২ লক্ষ ৬৪ হাজার ৩৯ জন নারি পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ারুল হক জানান, নির্বাচনটি অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ,র‍্যাব, বিজিবি,আনসার সহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভোটগ্রহণ সংক্রান্ত সকল সরঞ্জামাদি স্ব-স্ব কেন্দ্র্রের দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আনসার,পুলিশ কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে। বুধবার সকালে ভোট গ্রহন শুরুর আগেই অধিক নিরাপত্তার সাথে স্বস্ব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে। 

তিনি আরো বলেন, এই নির্বাচনে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে, সেক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি