জামায়াতকে একাত্তরেই মানুষ দেখেছে: তারেক রহমান 

সর্বমোট পঠিত : 10 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত প্রসঙ্গে বলেন, ‘কেউ কেউ বলে অমুক দলকে একবার সুযোগ দিয়ে দেখতে হবে। তাদের একাত্তরেই মানুষ দেখেছে। রাজনৈতিক স্বার্থে তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে। মা বোনদের সম্ভ্রমহানি করেছে। এ কথা দেশের সবাইকে মনে রাখতে হবে।’

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তাদেরকে একাত্তরেই মানুষ দেখেছে। রাজনৈতিক স্বার্থে তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে; মা বোনদের সম্ভ্রমহানি করেছে।’ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিটি আয়োজন করা হয়। এতে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত প্রসঙ্গে বলেন, ‘কেউ কেউ বলে অমুক দলকে একবার সুযোগ দিয়ে দেখতে হবে। তাদের একাত্তরেই মানুষ দেখেছে। রাজনৈতিক স্বার্থে তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে। মা বোনদের সম্ভ্রমহানি করেছে। এ কথা দেশের সবাইকে মনে রাখতে হবে।’

জামায়াত প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, ‘একটি রাজনৈতিক দলের কিছু নেতা বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করছে। বেহেশত–দোজখ নির্ধারণ করার মালিক আল্লাহ। যারা মানুষকে এসব নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা শিরক করছেন।’

তারেক রহমান বলেন, ‘আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে বিএনপি।’

কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন আরেক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি