সংসদ নির্বাচন সরকারের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বমোট পঠিত : 26 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কারও কোনো অভিযোগ থাকবে না—এমন নির্বাচনই আয়োজন করতে চান প্রধান উপদেষ্টা। নির্বাচন ঘিরে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে সরকার কঠোর অবস্থানে যাবে। নির্বাচনে হেরে যাবে বুঝে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কারও কোনো অভিযোগ থাকবে না—এমন নির্বাচনই আয়োজন করতে চান প্রধান উপদেষ্টা। নির্বাচন ঘিরে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে সরকার কঠোর অবস্থানে যাবে। নির্বাচনে হেরে যাবে বুঝে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘শুরুর দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নাজুক থাকলেও পুলিশ এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না।’

মো. তৌহিদ হোসেন বলেন, ‘বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ নেই। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন জাতীয় জীবনের বড় ঘটনা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর গুরুত্ব রয়েছে। তাই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবারের নির্বাচন হবে একটি আদর্শ ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

উত্তরাঞ্চলের স্বাস্থ্যব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘চীনের সহায়তায় নীলফামারিতে ১ হাজার শয্যা বিশিষ্ট একটি রেফারেল হাসপাতাল নির্মাণ করা হবে। এর জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, দ্রুতই হাসপাতালটি নির্মিত হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘রংপুর শিশু হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। কর্মসংস্থানসহ রংপুরের যেসব সমস্যা রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি