ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা ৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।’
প্রার্থিতা ফিরে পেয়ে যা জানালেন তাসনিম জারা
সর্বমোট পঠিত :
31 বার
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানিয়েছেন, ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আজ শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে এ কথা জানান জারা।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা ৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।’
তাসনিম জারা জানিয়েছেন, তাঁর পছন্দের মার্কা ফুটবল। নির্বাচনে সেটি নিয়েই লড়বেন তিনি।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানি শেষে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
মন্তব্য