২০২৫ সালে সড়কে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩৫৯ জন

সর্বমোট পঠিত : 33 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্রতিবেদনে দেখা গেছে, ৩০২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২৬৭১ জন। যা মোট নিহতের ৩৬ দশমিক দুই নয় শতাংশ। দুর্ঘটনায় ১ হাজার ৫৬৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক দুই পাঁচ শতাংশ। 

২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭৫৮৪টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৩৫৯ জন। আর আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। নিহতের মধ্যে নারী ৯৬২জন। আর শিশু ১০০৮ জন।

নয়টি জাতীয় দৈনিক পত্রিকা, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া ও সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে রোড সেফটি ফাউন্ডেশন। শনিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়।

প্রতিবেদনে দেখা গেছে, ৩০২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২৬৭১ জন। যা মোট নিহতের ৩৬ দশমিক দুই নয় শতাংশ। দুর্ঘটনায় ১ হাজার ৫৬৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক দুই পাঁচ শতাংশ। 

পরিসংখ্যান বলছে, এসব দুর্ঘটনায় যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪১ জন। যা মোট নিহতের ১২ দশমিক সাত আট শতাংশ। এ সময়ে ১৩২টি নৌ-দুর্ঘনায় ১৪৯ জন নিহত হয়েছেন। আর ১২৩ জন আহত হয়েছেন। ৫১৯টি রেল দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত ও ১৫২ জন আহত হন। এ ছাড়া নিখোঁজ হয়েছেন ৩৪ জন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি