ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘আজকে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তখনই হত্যা করার চেষ্টা করা হলো হাদিকে। একজন সৈনিক, যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। একটা ভয় আবার শুরু করতে চেয়েছে, যে ভয় ১৫ বছর আওয়ামী লীগ দেখিয়েছে। ভয় দেখিয়ে শাসন করার চেষ্টা করেছে, ত্রাস সৃষ্টি করেছে। আবার সেই ভয় দেখিয়ে আমাদের গণতন্ত্রের যে সৈনিক, তাঁদের তারা ভয় দেখিয়ে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ইতিহাস বলে যে সয় সে রয়। ভয়ে বিএনপি কখনো দমে যায় না। আমরা দমে যাবো না।’
বুদ্ধিজীবীদের হত্যাকারী কারা, আমরা ভালো করেই জানি: মির্জা ফখরুল
একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যা স্বাধীনতা-বিরোধী শক্তির পরিকল্পিত নীল নকশার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বুদ্ধিজীবী দিবসটি আমাদের কাছে খুব ভারাক্রান্ত। কারণ স্বাধীনতা পাওয়ার ঠিক দুদিন আগে, ১৬ ডিসেম্বরের আগে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি নীল নকশার মাধ্যমে একটি জাতিকে সম্পূর্ণ মেধাশূন্য করে দেওয়ার একটি চক্রান্ত ছিল সেটি। দুর্ভাগ্য আমাদের যে, যারা পাক হানাদার বাহিনীর সঙ্গে সেদিন যোগসাজশ করেছিল, তাদের প্রতিনিধি হয়ে এসে বাড়িতে বাড়িতে, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারগুলোতে অথবা তাদের বাড়ি থেকে যারা তুলে নিয়ে গিয়েছিল, তারা ছিল কিন্তু বাঙালির সন্তান।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমরা খুব ভালো করে জানি যে, তারা কারা ছিলেন। তখনকার সেই রাজনৈতিক শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই সেদিন আমাদের সেই সূর্য-সন্তানদেরকে তুলে নিয়ে গিয়েছিল। এ বিষয়টিকে হালকা করে দেখার কোনো কারণ নেই।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বারবার এই চক্রান্ত, ষড়যন্ত্র হয়েছে, বারবার এই দেশের মানুষের ওপরে আঘাত এসেছে; যেন মেধার ভিত্তিতে জেগে উঠতে না পারে, যেন তারা জ্ঞানে-বিজ্ঞানে উপরে উঠতে না পারে, শিক্ষায়-দীক্ষায় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে না পারে—সেই চেষ্টাটা তখন করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে বিগত ১৫–১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলে একই ঘটনা ঘটেছে ভিন্ন অঙ্গিকে। আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়েছে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে পর্যুদস্ত করে ফেলা হয়েছে। আমরা সবসময় এই চক্রান্ত-ষড়যন্ত্র আমাদের এই জাতির বিরুদ্ধে দেখছি।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘আজকে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তখনই হত্যা করার চেষ্টা করা হলো হাদিকে। একজন সৈনিক, যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। একটা ভয় আবার শুরু করতে চেয়েছে, যে ভয় ১৫ বছর আওয়ামী লীগ দেখিয়েছে। ভয় দেখিয়ে শাসন করার চেষ্টা করেছে, ত্রাস সৃষ্টি করেছে। আবার সেই ভয় দেখিয়ে আমাদের গণতন্ত্রের যে সৈনিক, তাঁদের তারা ভয় দেখিয়ে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ইতিহাস বলে যে সয় সে রয়। ভয়ে বিএনপি কখনো দমে যায় না। আমরা দমে যাবো না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু আহ্বান জানাতে চাই—চতুর্দিকে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে। তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি। সে জয় লাভ করবেই। সে বিশ্বাস আমাদের আছে।’
মন্তব্য