আজ শনিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলে যোগদান অনুষ্ঠানে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব এ সময় ঝিনাইদহ– ৪ আসনের সবাইকে রাশেদ খাঁনকে সহোযোগিতা করার আহবান জানান।
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ, পেলেন মনোনয়নও
গণঅধিকার পরিষদের সদ্য সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। ঝিনাইদহ– ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে রাশেদকে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ শনিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলে যোগদান অনুষ্ঠানে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব এ সময় ঝিনাইদহ– ৪ আসনের সবাইকে রাশেদ খাঁনকে সহোযোগিতা করার আহবান জানান।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তি নির্ভর। তাই মেধাবীদেরকেই বিএনপির মনোনয়ন দেওয়া হবে।’
এ সময় ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন থেকেই রাজনৈতিক মাঠে ছিলেন দাবি করে রাশেদ খাঁন জানান, তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য কাজ করে যাবেন তিনি।
মন্তব্য