বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

সর্বমোট পঠিত : 36 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচন সামনে রেখে প্রশাসনের পক্ষপাত রয়েছে বলে যে অভিযোগ রয়েছে, তার কোনো ভিত্তি নেই। কেউ কোনো কারণে সংক্ষুব্ধ হলে এ ধরনের অভিযোগ করেই থাকে। আগেও এমন করেছে।

বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। সচিবালয়ে বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচন সামনে রেখে প্রশাসনের পক্ষপাত রয়েছে বলে যে অভিযোগ রয়েছে, তার কোনো ভিত্তি নেই। কেউ কোনো কারণে সংক্ষুব্ধ হলে এ ধরনের অভিযোগ করেই থাকে। আগেও এমন করেছে।

তিনি বলেন, এবারেও নির্বাচনের আগে প্রশাসনের কর্মকর্তাদের কাজ নিয়ে সংক্ষুব্ধ অনেক প্রার্থীই আপিল করছেন। প্রশাসনের ত্রুটি থাকলে তা ঠিক করা হবে।

প্রশাসনে রদবদল করা হতে পারে কি না সে প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব জানান, রদবদলের কথা এখনো ভাবা হচ্ছে না। তবে নির্বাচন কমিশন চাইলে সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি