বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ‘ক্রিকেটার মোস্তাফিজকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। তবে এতে ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট এবং বাণিজ্যিক ইস্যুগুলো চলমান থাকবে। একজন ক্রিকেটারকে যেখানে নিরাপত্তা দিতে পারে না, সেখানে পুরো দলের নিরাপত্তা তারা কীভাবে দেবে—তা বিশ্বাস হয় না।’
ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সমর্থন পররাষ্ট্র উপদেষ্টার, চলবে বাণিজ্যিক সম্পর্ক
ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও আইপিএল ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এই ঘটনার কারণে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন তিনি।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ‘ক্রিকেটার মোস্তাফিজকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। তবে এতে ভারতের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট এবং বাণিজ্যিক ইস্যুগুলো চলমান থাকবে। একজন ক্রিকেটারকে যেখানে নিরাপত্তা দিতে পারে না, সেখানে পুরো দলের নিরাপত্তা তারা কীভাবে দেবে—তা বিশ্বাস হয় না।’
এ সময় উপদেষ্টা আরও জানান, ভারতে থাকা বাংলাদেশের তিনটি মিশন থেকে ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে নয়, ভারতের তিনটি মিশন থেকে বাংলাদেশ ভিসা ইস্যু বন্ধ রেখেছে শুধুমাত্র নিরাপত্তা ইস্যুতে, অন্য কোনো কারণে নয়।’
নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর প্রেক্ষিতে বিসিবিও নিরাপত্তাশঙ্কাকে কারণ দেখিয়ে আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না চাওয়ার কথা আইসিসি-কে জানিয়েছে। বিসিবির পাঠানো সেই ই-মেইলের জবাবও দিয়েছে আইসিসি। তবে আইসিসি মেইলে কী লিখেছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি সরাসরি বিসিবিকে বলে দিয়েছে যে, খেলতে হলে ভারতের মাটিতেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। তবে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
মন্তব্য