বুধবার সংবাদ সম্মেলনে, এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় এবং পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা।
গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ
আজ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সিলিন্ডারের মূল্য সমন্বয় এবং পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা।
বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এ নোটিশ জারি করেছে এই ব্যবসায়ী সমিতি। এতে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেন তারা। এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের নোটিশ জারি করা হয়েছে।
বুধবার সংবাদ সম্মেলনে, এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় এবং পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা।
মন্তব্য