বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আমরা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি। তাঁর প্রত্যাবর্তনকে যেন ঐতিহাসিক ঘটনা ও দিবস হিসেবে স্বরণ করে রাখতে পারি।
বিমানবন্দর থেকে সরাসরি মায়ের খোঁজ নিতে হাসপাতালে যাবেন তারেক রহমান, বিএনপির ব্যাপক প্রস্তুতি
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তাঁর দেশে ফেরার দিনটিকে ঐতিহাসিকভাবে উদযাপন করতে চায় দল। অতিরিক্ত লোক সমাগমের কারণে জনদুর্ভোগ এড়াতে নেতা–কর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন নেতারা। ঢাকায় ফিরে বিমানবন্দর থেকে মায়ের স্বাস্থ্যের খোঁজ নিতে সরাসরি হাসপাতালে যাবেন তারেক রহমান।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে তিনি নিজেই ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা জানিয়েছেন। সম্প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশের মাটিতে ফিরবেন।
তাঁর দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তাঁকে বরণ করে নিতে অপেক্ষায় আছেন সবাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, শুধু বিএনপি নয় সারা দেশের জনগণ তাঁকে বরণ করার জন্য উন্মুখ হয়ে আছে। সেই সময়টার জন্য অপেক্ষায় আছে সবাই, কখন তিনি আসবেন।
বিএনপি নেতারা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সময় বিমানবন্দরের আশপাশের এলাকায় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অবস্থান করতে দেয়া হচ্ছে নানা নির্দেশনা।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, আমাদের যারা অনেক জ্যেষ্ঠ নেতা, তারা গিয়ে তাকে স্বাগত জানাবেন। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জনদুর্ভোগ এড়াতে সতর্ক বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আমরা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি। তাঁর প্রত্যাবর্তনকে যেন ঐতিহাসিক ঘটনা ও দিবস হিসেবে স্বরণ করে রাখতে পারি।
তারেক রহমানের বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে রাজধানীর গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি।
মন্তব্য