জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, ‘মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি গণতন্ত্রকে কলুষিত করেছে। আগামী নির্বাচন বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমাদের অঙ্গীকার। দৃঢ় বিশ্বাস আপনারাও একই প্রত্যাশা ধারণ করেন। প্রায় ৪৫ লাখ ভোটারকে তালিকায় যুক্ত ও ২১ লাখ মৃতকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এতে তরুণরা ভোট দিতে পারছেন।’
জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।
সিইসি জানান, ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিলের শেষ দিন ১১ জানুয়ারি ও নিষ্পত্তি ১২-১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, ‘মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি গণতন্ত্রকে কলুষিত করেছে। আগামী নির্বাচন বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমাদের অঙ্গীকার। দৃঢ় বিশ্বাস আপনারাও একই প্রত্যাশা ধারণ করেন। প্রায় ৪৫ লাখ ভোটারকে তালিকায় যুক্ত ও ২১ লাখ মৃতকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এতে তরুণরা ভোট দিতে পারছেন।’
সিইসি বলেন, ‘বিভিন্ন কারণে নির্বাচন অনন্য ও গুরুত্বপূর্ণ। এবার নির্বাচন ও গণভোট একই দিনে হবে, এটা নতুন অভিজ্ঞতা। এই নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ। ভোটাধিকার প্রয়োগ করতে তিনি আহ্বান জানান। বলেন, নিরাপদ ও উৎসবমুখর করতে সব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। সকলকে নিয়ে ভোট দিতে আসুন। আশা করি আপনাদের অংশগ্রহণে ভোট উৎসবে পরিণত হবে। বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়। এআই (AI) ব্যবহার করে হেয় ও বিদ্বেষমূলক প্রচারণা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। এসব রুখে দেওয়া হবে। অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ।’
প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আচরণবিধি মেনে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করি। ভোটারদের আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য।’
মন্তব্য