রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মান্নান মাষ্টারের দাফন সম্পন্ন

সর্বমোট পঠিত : 46 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

 শেরপুরের ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল মান্নান মাষ্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্ভর) বিকেলে উপজেলার খৈলকুড়া এলাকায় তার নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দাতা রানী ভৌমিক রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। 

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

গার্ড অব অনার অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল মান্নান মাষ্টার তার নিজ বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন। মরহুম চার ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি