শেরপুরে প্রয়াত শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়ার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও খাবার বিতরণ অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 47 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মরহুমের একমাত্র পুত্র ও ইদ্রিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান বলেন “আমার বাবা আলহাজ্ব ইদ্রিস মিয়া শুধু সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি ছিলেন নৈতিকতা, রুচিবোধ ও মানবিকতার প্রতীক। তাঁর স্মরণে আমরা দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়ার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, মিলাদ ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এদিন শহরের বিভিন্ন মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে গরীব-অসহায় মানুষ এবং বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। ১০ ডিসেম্বর বুধবার  মরহুমের একমাত্র পুত্র ও ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের উদ্যোগে এসব আয়োজন করা হয়। এছাড়াও ইদ্রিস গ্রুপের সকল শাখা অফিসে একইসঙ্গে দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়।

শেরপুরসহ ময়মনসিংহ অঞ্চলের শিল্পায়ন, শিক্ষা ও সমাজসেবার উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা পালন করেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ–এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়া। তিনি জীবদ্দশায় একাধারে শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর ও সামাজিক উন্নয়নকর্মী হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। শহরের শেখহাটিতে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কামারিয়ায় জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব বাবর আলী উচ্চ বিদ্যালয়, শহরের নারায়ণপুরে নান্দনিক কারুকাজ খচিত আলহাজ্ব বাবর আলী জামে মসজিদ, শেরপুরের অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রেহানা ইদ্রিস মডেল একাডেমী তার হাতেই গড়া।

এছাড়া বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আজীবন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজারো শ্রমিক-কর্মচারী জীবিকা নির্বাহ করছেন। ২০২১ সালের ১২ এপ্রিল, ঢাকার ধানমণ্ডিস্থ ডাঃ আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের একমাত্র পুত্র ও ইদ্রিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান বলেন “আমার বাবা আলহাজ্ব ইদ্রিস মিয়া শুধু সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি ছিলেন নৈতিকতা, রুচিবোধ ও মানবিকতার প্রতীক। তাঁর স্মরণে আমরা দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করেছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি