জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের শুরু থেকে লিখন মিয়া তরুণদের নিয়ে সামনে থেকে আন্দোলন গড়ে তোলেন। বর্তমানে তিনি এনসিপির শেরপুর জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
শেরপুর-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন লিখন মিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
তালিকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন মুখের প্রাধান্য দেখা গেছে। ঘোষিত তালিকা অনুযায়ী, শেরপুর-১ সদর আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া।
জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের শুরু থেকে লিখন মিয়া তরুণদের নিয়ে সামনে থেকে আন্দোলন গড়ে তোলেন। বর্তমানে তিনি এনসিপির শেরপুর জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
মন্তব্য