১১ মাসে বিজিবি উত্তর পূর্ব রিজিয়ন ৭১০ কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে, আটক-৬৪

সর্বমোট পঠিত : 54 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বিজিবি উত্তর পূর্ব রিজিয়নের চারটি সেক্টর ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল, এবং কুমিল্লা সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন সমুহ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ, পুশইন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 

১১ মাসে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উত্তর পূর্ব রিজিয়নের চারটি সেক্টর ৭১০ কোটি টাকার চোরাইপণ্য জব্দ ও ৬৪ জনকে আটক করেছে। 

বিজিবি ময়মনসিংহ সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিজিএমএস এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। 

২৬ নভেম্বর দুপুরে বিজিবি ময়মনসিংহ সদর দপ্তরের হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় বিজিবির কর্মকর্তাসহ ময়মনসিংহ ও শেরপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বিজিবি উত্তর পূর্ব রিজিয়নের চারটি সেক্টর ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল, এবং কুমিল্লা সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন সমুহ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ, পুশইন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চারটি সেক্টরে ৭১০ কোটি ৮১লাখ টাকা মূল্যের চোরাচালানী পণ্য ও ৬৪ আসামিকে আটক করেছে। মাদক বিরোধী অভিযানে ৪৩কোটি ৫৮ লক্ষ টাকার মাদক ও ৩শ জন আসামি আটক করা হয়। এর মধ্যে ময়মনসিংহ সেক্টরে ৫৫ কোটি ৯৪ লক্ষ টাকার চোরাচালানী পণ্য, ১৪ জন আসামি ৪ কোটি ৬৪ লক্ষ টাকার মাদকসহ একশ জন আসামিকে গ্রেফতার করা হয়। 

তিনি আরো জানান, গত ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে ৭৫৪ কোটি ১৫ লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক করে বিজিবি।

সেক্টর কমান্ডার আগামী নির্বাচনে দেশের শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বিজিবির কার্যক্রম আরো সুন্দর ও গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি