এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুল আলম শাহ জানান,মদন পৌরসভাধীন মহিউদ্দিন মার্কেটে আগুনের খবর পেয়ে ঘটনা আমরা ঘটনাস্থলে এসেছি এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য ফোর্সও এখানে এসেছে। বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান এবং কিভাবে আগুন লেগেছে পরর্বতীতে আমরা জানতে পারবো বলে তিনি জানান।
নেত্রকোনার মদনে মহিউদ্দিন মার্কেটে কাপড়ে দোকানে আগুন লেগে প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই
শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন পৌরশহরে মহিউদ্দিন মার্কেটের কাপড়ের দোকানে বুধবার সকালে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে মার্কেটের অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,আজ (বুধবার) সকালে মার্কেটের কাপড়ে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে । পরে খবর পেয়ে মদন থানার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তখনেই মার্কেটের প্রায় ৪০টি কাপড়ের দোকান পুড়ে চাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যানা যায়নি।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুল আলম শাহ জানান,মদন পৌরসভাধীন মহিউদ্দিন মার্কেটে আগুনের খবর পেয়ে ঘটনা আমরা ঘটনাস্থলে এসেছি এবং ফায়ার সার্ভিসসহ অন্যান্য ফোর্সও এখানে এসেছে। বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান এবং কিভাবে আগুন লেগেছে পরর্বতীতে আমরা জানতে পারবো বলে তিনি জানান।
মন্তব্য