জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে ভোটারদের কাছে ভোট চাচ্ছে-ওয়ারেছ আলী মামুন

সর্বমোট পঠিত : 39 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফা কোনো দলীয় ইশতেহার নয়, এটি জাতির প্রত্যাশা। ৩১ দফা বাস্তবায়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিবে। বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে বিএনপির নেতা কর্মীরাই সবার চেয়ে বেশি হামলা-মামলা, নির্যাতন, হত্যা ও গুমের শিকার হয়েছে। তাই আগামী নির্বাচনে দেশবাসী বিএনপিকে স্বপ্রনোদিত হয়ে ধানের শীষে ভোট দিতে চায়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণঅভ্যূত্থানের মধ্যে গণতান্ত্রিক ধারায় ফিরতে বাংলাদেশের মানুষ এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অচিরেই তারেক রহমান বাংলাদেশের ফিরে আসবেন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ভোটারদের কাছে ভোট চাচ্ছে। কোথাও কোথাও তারা বলছে জামায়াতে ইসলামীর প্রতীক দাড়িপাল্লা, যেটা ইনসাফের  প্রতীক। তাই দাড়িপাল্লায় ভোট দিলে বিনা হিসাবে জান্নাতের টিকিট পেয়ে যাবেন। যেটা ইসলাম কখনো মেনে নেয় না। ইসলামের নামে যারা অপব্যাখ্যা দিচ্ছে তারা ইসলামের পক্ষের শক্তি না বরং তারা ইসলামের শত্রু।

সোমবার (২৪ নভেম্বর) রাতে সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলের কান্দা উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফা কোনো দলীয় ইশতেহার নয়, এটি জাতির প্রত্যাশা। ৩১ দফা বাস্তবায়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিবে। বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে বিএনপির নেতা কর্মীরাই সবার চেয়ে বেশি হামলা-মামলা, নির্যাতন, হত্যা ও গুমের শিকার হয়েছে। তাই আগামী নির্বাচনে দেশবাসী বিএনপিকে স্বপ্রনোদিত হয়ে ধানের শীষে ভোট দিতে চায়।

ইটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতিকুল হোসেনের সভাপতিত্ব ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় কর্মী সমাবেশের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  রুহুল আমীন মিলন, জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ মোকছেদুর রহমান হারুন, জেলা মহিলা দলের সভানেত্রী শেলিনাবেগম, ইটাইল ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমূখ।  এছাড়াও  ইটাইল ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি