ঘরের মাঠে শেষ ম্যাচ, তারপরই মেসিহীন আর্জেন্টিনা?

সর্বমোট পঠিত : 3,141 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবারের ম্যাচকে ঘিরে এরই মধ্যে গত সোমবার ও মঙ্গলবার ক্লোজডোর অনুশীলন করেছে আর্জেন্টিনা। অন্যান্য সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসিও। আর্জেন্টাইন অধিনায়কের এ মুহূর্তে কোনো চোট সমস্যা নেই এবং তিনি খেলার জন্য সম্পূর্ণ ফিট অবস্থায় আছে বলে জানিয়েছে মুন্দো আলবিসেলেস্তে।

আগামী শুক্রবার ভোরে সাউথ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। স্তাদিও মনুমেন্তালে ওই ম্যাচটা হতে পারে ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ।

ভেনেজুয়েলা ম্যাচের পর বিশ্বকাপ বাছাইয়ে আরও একটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বরের ওই ম্যাচটা ইকুয়েডরের মাটিতে খেলবে লিওনেল স্কালোনির দল। তবে সেই ম্যাচে আর্জেন্টিনা দলে দেখা নাও যেতে পারে মেসিকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবারের ম্যাচকে ঘিরে এরই মধ্যে গত সোমবার ও মঙ্গলবার ক্লোজডোর অনুশীলন করেছে আর্জেন্টিনা। অন্যান্য সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসিও। আর্জেন্টাইন অধিনায়কের এ মুহূর্তে কোনো চোট সমস্যা নেই এবং তিনি খেলার জন্য সম্পূর্ণ ফিট অবস্থায় আছে বলে জানিয়েছে মুন্দো আলবিসেলেস্তে।

দেশটির আরেক বিশ্বস্ত ক্রীড়া সংবাদমাধ্যম দে স্পোর্তসের সাংবাদিক ফেরনান্দো চেসের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, খেলার উপযোগী অবস্থায় থাকলেও ইকুয়েডর ম্যাচে দেখা মেসির খেলার সম্ভবনা কম। ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা খেলার পর ইকুয়েডরের বিপক্ষে খেলতে দলের সঙ্গে মেসি দেশটিতে যাবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। এ নিয়ে কোচ স্কালোনির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন মেসি, এমনটাই জানিয়েছেন সাংবাদিক চেস।

ইকুয়েডরের বিপক্ষে মেসির না খেলার গুঞ্জন আরও বেশি ডালপালা মেলছে তাঁর ক্লাব ইন্টার মায়ামির জন্য। এমএলএসে মৌসুমের শেষ ভাগ চলছে। আর মায়ামি পয়েন্ট টেবিলে ৬ নম্বরে আছে।

অবশ্য শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার (২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট) চেয়ে ৪টি ম্যাচ কম খেলেছে মায়ামি (২৫ ম্যাচে ৪৬ পয়েন্ট)। হাতে থাকা সবগুলো ম্যাচ জিতলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে যাবে হাভিয়ের মাশ্চেরানোর দল।

সে লক্ষ্যে চোট এড়িয়ে নিজেকে যতটা সম্ভব মায়ামির জার্সিতে উজাড় করে দিতে চান মেসি। অন্যদিকে আর্জেন্টিনা আগেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটার গুরুত্ব সেই অর্থে নেই। সে বিষয়টি উল্লেখ করে ওই ম্যাচে মেসির না খেলার বিষয়টি তুলে ধরেছেন চেস।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি