প্রজ্ঞাপনে উপ-কমিশনারদের ১৪ আগস্ট দুপুর থেকে এবং সহকারী কমিশনারদের ২১ আগস্ট দুপুর থেকে সকল কর্মকতাকে নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে ধরা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি যোগদান পত্রের অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তাদের বদলির হিড়িক





চট্টগ্রামে রাজস্ব আহরণের প্রধান দুই সংস্থা—চট্টগ্রাম কাস্টম হাউস এবং চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটসহ চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে কর্মরত প্রায় সকল কর্মকর্তাকে একযোগে বদলির আদেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উপ-কমিশনারদের ১৪ আগস্ট দুপুর থেকে এবং সহকারী কমিশনারদের ২১ আগস্ট দুপুর থেকে সকল কর্মকতাকে নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে ধরা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি যোগদান পত্রের অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উপ-কমিশনার পদে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে ইমাম গাজ্জালী, মো. সাইদুল ইসলাম, মো. কাউছার আলম, মমিনুল ইসলাম, কাজী রায়হানুজ্জামান, ঢাকা মূল্য সংযোজন কর নিরীক্ষায় মো. জাকারিয়া, জাতীয় রাজস্ব বোর্ডে অনুরূপা দেব, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. বিল্লাল হোসেন, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে উম্মে নাহিদা আকতারকে বদলি করা হয়।
পাশাপাশি চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে আহমেদুর রেজা চৌধুরী এবং চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. মাহফুজ আলমকে বদলির আদেশ দেওয়া হয়।
একই আদেশে দেশের বিভিন্ন রাজস্ব আহরণ ও পরিকল্পনা সংস্থা থেকে উপ-কমিশনার পদে চট্টগ্রাম কাস্টমসের এ তিন সংস্থায় মো. মশিয়ার রহমান মন্ডল, সাইদুল আলম, প্রভাত কুমার সিংহ, মোছা. আয়শা সিদ্দিকা, হাবীবুর রহমান, মে. জাকির হোসেন, নুরুন নাহার লিলি, আহমেদুর রেজা চৌধুরী, এইচ এম কবির এবং মো. বিল্লাল হোসেনকে বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার পদে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. সাকিব হোসেন, মো. রাজিব হোসেন, মো. মেহেদী হাসান, মো. আইয়ুব, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে ইসলামুল হক, প্রদীপ দাস, সৌরভ দত্ত বিজয়, বেনাপোল কাস্টম হাউসে মুক্তা চৌধুরী, ঢাকা মূল্য সংযোজন কর-এ মো. ওয়াহিদুল হক সিউল, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে আফরিন জাহান নাওমীন, সাইদুর রহমান মুন্না, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে সুলতানুল আরেফীন, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে মো. রাশেদুল হক, কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. আতিকুর রহমান, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. মোস্তফা কামাল, ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটে আলিফ রহমান নির্ভুল, ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে মো. রিজওয়ান আলমগীর, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে মো. আকরাম হোসেন, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে মো. নাজমুল আহসান এবং ঢাকা মূল্য সংযোজন কর নিরীক্ষায় মো. জসীম উদ্দিন হাওলাদারকে বদলি করা হয়।
এছাড়া চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট থেকে কমলাপুর আইসিডিতে আসিফ আহমেদ অনিক, সামিয়া তাইছির, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটে এ.কে.এম. আহসান হাবীব এবং চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি থেকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে স্মরণিকা চাকমাকে বদলি আদেশ দেওয়া হয়েছে।
এই আদেশে দেশের বিভিন্ন রাজস্ব আহরণ ও পরিকল্পনা সংস্থা থেকে সহকারী-কমিশনার পদে চট্টগ্রাম কাস্টমসের এ তিন সংস্থায় বদলি করা হয়েছে শরীফ মো. আল আমিন, উম্মুল ওয়ারা, মো. ইমরান হোসেন, এস.এম.ওমর কাওছার, দিবাকর হালদার, মো. শওকত হোসেন, আবু সুফিয়ান, গৌরব কুমার দাশ, সাঈফ মোহাম্মদ ইমন, মহিব-উল-ইসলাম, সুলতানুল আরেফীন, মো.হাবিবুর রহমান, মো. সাহানুর রহমান, মো.আরিফুল ইসলাম, মো. রাসেল আহমেদ, আবু সালেহ আব্দুর নূর, জনাব দীপু রাম রায়, সাঈদুর রহমান, ইনজামাম উল হক, মো. জাহাঙ্গীর আলম, অসিত কুমার আচার্য্য, আকছির উদ্দিন মোল্যা, মো. ফয়ছাল আহম্মদ, মো. আবদুল হাকিম হাওলাদার, স্মরণিকা চাকমা, মো. আবদুস ছামাদকে।
মন্তব্য