এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনার বিষয়ে কেউ এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরিষাবাড়ীতে সুইমিং পুলএ সাঁতার কাটতে গিয়ে ছাত্রদল নেতার মৃত্যু





জামালপুরের সরিষাবাড়ীতে পার্কের সুইমিং পুলএ সাঁতার কাটতে গিয়ে পৌরসভার ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আকুল মিয়া (২২)র মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকুল মিয়া একই এলাকার সামছুল হকের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া দক্ষিণ পাড়া এলাকার ইমতিয়াজ আকুল মিয়া জন্মদিন উপলক্ষে কয়েকজন বন্ধুর সঙ্গে স্বপ্ননীল পার্কে ঘুরতে যান। পার্কের সুইমিং পুলে জলকেলি করার একপর্যায়ে বন্ধুদের অজান্তে পার্কের ওয়াচ-টাওয়ারে উঠে পানিতে লাফ দেন। দীর্ঘক্ষণ খুজে না পেয়ে বন্ধুরা তাকে ওয়াচ-টাওয়ার সংলগ্ন পানিতে ডুবে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বপ্নীল পার্কের মালিক রহুল আমিন সেলিম বলেন, পার্কে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা রাখা হয়। তবে নিয়ম ভঙ্গ করে কেউ যদি নিজ উদ্যোগে এমন ঝুঁকিপূর্ণ কাজ করে, সেটা খুবই দুঃখজনক। নিহতের বড় ভাই আমার পার্কেই কর্মরত।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনার বিষয়ে কেউ এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য