ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বিষয়টি নিশ্চত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়েরের পর ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
সীমান্তবর্তী ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ তিন কারবারি গ্রেপ্তার





শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় একশ বোতল মদসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার ডাকাবর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক(২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ (২০) এবং মনকান্দা এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) রবিউল আজমের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য পুলিশ কর্তকর্তারা সীমান্তবর্তী ডাকাবর এলাকায় অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল ভারতীয় মদসহ তিন কারবারিকে গ্রেপ্তার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বিষয়টি নিশ্চত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়েরের পর ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
মন্তব্য