বায়ার্ন সাম্রাজ্যের পতন, বুন্দেসলিগার শিরোপা লেভারকুসেনের

সর্বমোট পঠিত : 32 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

জার্মান ফুটবলের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির শীর্ষ লীগ বুন্দেসলিগার শিরোপা জিতলো বেয়ার লেভারকুসেন। জাবি আলনসোর শিষ্যরা শুধু সোনালী কাব্যই রচনা করেননি বরং ৫-০ বিধ্বস্ত করেছে ওয়ের্ডার ব্রেমেনকে। বিশাল এই জয়ের দিনে হ্যাটট্রিক করেছেন ফ্লোরিয়ান ভাইরটজ।


জার্মান ফুটবলের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির শীর্ষ লীগ বুন্দেসলিগার শিরোপা জিতলো বেয়ার লেভারকুসেন। জাবি আলনসোর শিষ্যরা শুধু সোনালী কাব্যই রচনা করেননি বরং ৫-০ বিধ্বস্ত করেছে ওয়ের্ডার ব্রেমেনকে। বিশাল এই জয়ের দিনে হ্যাটট্রিক করেছেন ফ্লোরিয়ান ভাইরটজ।

বায়ার্ন মিউনিখ হেরে গেলে আগের দিনই শিরোপা উত্সবে মাতোয়ারা হতো লেভারকুসেন।

নিজ মাঠে বড় জয়ে প্রথমবার লিগ জেতার আনন্দে ভাসছেন এখন লেভারকুসেন সমর্থকরা। জার্মানির শীর্ষ লিগে প্রমোশন পাওয়ার পর এর আগে পাঁচবার রানার্স আপ হলেও একটিবারও তারা পারেনি শিরোপা ঘুরে তুলতে। আলনসোর কোচিংয়ে সেই অসাধ্য সাধন করলো এবার লেভারকুসেন।

তাও আবার মৌসুমের পাঁচ ম্যাচ বাকি থাকতে জার্মানির সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখকে পেছনে ফেলে লিগ জয় নিশ্চিত করল তারা। ২৯ ম্যাচ শেষে লেভারকুসেনের সংগ্রহ ৭৯ পয়েন্ট। সমান ম্যাচ থেকে আগের আসরের চ্যাম্পিয়ন বায়ার্নের অর্জন ৬৩ পয়েন্ট।

আজকের জয়ে বায়ার্নকে ১৬ পয়েন্ট পেছনে ফেলেছে জাবি আলনসোর দল।

অর্থাৎ বাকি পাঁচ ম্যাচেই বায়ার্ন জয়লাভ করলে এবং লেভারকুসেন সব ম্যাচ হারলেও তাদের পেছনে ফেলতে পারবে না বায়ার্ন।

সবশেষ ১১ মৌসুমের সব কটিতেই ট্রফি উৎসবে মেতেছিল বায়ার্ন। তাদের একচ্ছত্র আধিপত্য হটিয়ে এবার জার্মান ফুটবলের নতুন চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি