মোংলায় এপ্রিল মাসে ৮ কন্টেইনারবাহী বাণিজ্যিক জাহাজ ভিড়েছে 

সর্বমোট পঠিত : 56 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান মুন্সি জানান, করোনা পরবর্তী সময়ে মোংলা বন্দরে কন্টেইনারবাহী জাহাজ আগমন কমে গিয়েছিল। পদ্মা ব্রিজ চালু ও বন্দরে আধুনিক কন্টেনার ব্যবস্থা চালু করা এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় সকল ধরনের জাহাজ আগমন বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় চলতি মাসে কন্টেইনারবাহি ৮ টি জাহাজ ভিড়েছে বন্দরে।


২০২৪ সালের এপ্রিল মাসে মোট ৮টি কন্টেইনারবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরের জেটিতে নোঙর করেছে। সবমিলিয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে বন্দরে মোট কন্টেইনারবাহী জাহাজ ভিড়েছে ৪৯টি।  এতে আগের তুলনায় আমদানি যেমন বেড়েছে তেমনি রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ২৯ এপ্রিল সোমবার দুপুর ৩ টায় এমভি মার্কস পং নামক কন্টেইনারবাহি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ার মধ্য দিয়ে চলতি এপ্রিল মাসে সর্বোচ্চ ৮ টি জাহাজ ভিড়ে মোংলা বন্দরে।

এসময়ে জাহাজে ১৮৭৫ টিইইউজ কন্টেইনারজাত মালামাল আমদানি-রপ্তানি করা হয়। এসকল বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ফেবরিকস, মেশিনারি, আপেল, ট্রাই সাইকেলপার্টস, ইলেকট্রিক্যাল গুডস, হোয়াইট ক্লিংকার, ফার্টিলাইজার, ক্যালসিয়াম কার্বোনেট, কপার ক্যাথোডস ইত্যাদি আমদানি এবং জুট, জুট গুডস, সিরিমপস, কার্বস, হোয়াইট ফিস, ক্লে টাইলস, ড্রাইড ফিস, মেশিনারি, গার্মেন্টস প্রোডাক্টস, কটন ইয়ার্ন ইত্যাদি রপ্তানি করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান মুন্সি জানান, করোনা পরবর্তী সময়ে মোংলা বন্দরে কন্টেইনারবাহী জাহাজ আগমন কমে গিয়েছিল। পদ্মা ব্রিজ চালু ও বন্দরে আধুনিক কন্টেনার ব্যবস্থা চালু করা এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় সকল ধরনের জাহাজ আগমন বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় চলতি মাসে কন্টেইনারবাহি ৮ টি জাহাজ ভিড়েছে বন্দরে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি