দুরন্ত মেসিতে ৫ ম্যাচ পর জয় মায়ামির

সর্বমোট পঠিত : 31 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে পাঁচ ম্যাচ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। ফেরার ম্যাচেও ছিলেন নিজের ছায়া হয়ে। তবে মেজর লিগ সকালে কানকাস সিটির বিপক্ষে শুরুর একাদশে থাকা মেসিই পাঁচ ম্যাচ পর জেতালেন মায়ামিকে।


চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে পাঁচ ম্যাচ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। ফেরার ম্যাচেও ছিলেন নিজের ছায়া হয়ে। তবে মেজর লিগ সকালে কানকাস সিটির বিপক্ষে শুরুর একাদশে থাকা মেসিই পাঁচ ম্যাচ পর জেতালেন মায়ামিকে।

আজ রোববার (১৪ এপ্রিল) স্পোর্টিং কানকাস সিটিকে ৩-২ গোলে হারায় ইন্টার মায়ামি।

দলের জয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। এর আগে প্রথম গোলের পথও তৈরি করে দেন তিনি।

কানকাসের মাঠ অ্যারোহেড স্টেডিয়ামে আজ ৭৩ হাজার দর্শক উপস্থিত হয়েছিল। এমএলএসে এক ম্যাচে যা তৃতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। তাদের হতাশও করেননি মেসি। ১৮ মিনিটে ডিয়েগো গোমেজের গোলে দারুণভাবে বল বানিয়ে দেন তিনি। এর আগে অবশ্য ৬ মিনিটে এরিক টমির গোলে পিছিয়ে পড়ে মায়ামি।

প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামিকে এগিয়ে দেন মেসিই। ডেভিড রুইজের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপজয়ী এ তারকা। এটি এমএলএসের চলতি মৌসুমে মেসির পঞ্চম গোল। এগিয়ে যাওয়ার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি মায়ামির। ৫৮ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলে কানসাসকে সমতায় ফেরান টমি।

এরপর ৭১ মিনিটে গোল পেয়ে যান লুইস সুয়ারেজ। এবার গোমেজের পাস থেকে তিনি স্তব্ধ করে দেন স্বাগতিক দর্শকদের। এরপর আর কোনো গোল না হলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ফিরে পেয়েছে মায়ামি। ৯ ম্যাচে মায়ামির পয়েন্ট ১৫। বাংলাদেশ সময় ২১ এপ্রিল ভোরে ঘরের মাঠে মায়ামি নিজেদের পরের ম্যাচ খেলবে ন্যাশভিলের বিপক্ষে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি