শেরপুর পৌরসভায় ১৫ দিনব্যাপী মশক নিধন অভিযান উদ্বোধন

সর্বমোট পঠিত : 41 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুর পৌর এলাকায় ১৫ দিনব্যাপী মশক নিধন অভিযান উদ্বোধন হয়েছে। আজ সোমবার দুপুরে ডিসি চত্বরে অভিযানের উদ্বোধন করা হয়। পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন অভিযানের উদ্বোধন করেন। পরে আদালত চত্বর, ডিসি চত্বর ও পুলিশ সুপারের কার্যালয়ের আশপাশের এলাকায় স্প্রে করে মশক নিধন করা হয়। 


শেরপুর পৌর এলাকায় ১৫ দিনব্যাপী মশক নিধন অভিযান উদ্বোধন হয়েছে। আজ সোমবার দুপুরে ডিসি চত্বরে অভিযানের উদ্বোধন করা হয়। পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন অভিযানের উদ্বোধন করেন। পরে আদালত চত্বর, ডিসি চত্বর ও পুলিশ সুপারের কার্যালয়ের আশপাশের এলাকায় স্প্রে করে মশক নিধন করা হয়। 

এসময় মেয়র লিটন বলেন, বর্ষা মৌসুম আসার আগেই মশার সকল লার্ভা ধংস করার জন্য সমস্ত পৌরসভার আনাচে কানাচে ঔষধ স্প্রে করা হবে।  

উদ্বোধনকালে পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, পৌরসভার প্রধান প্রশাসনিক কর্মকর্তা আবু লায়েস বজলুর রশিদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম চঞ্চল, ভেক্সিনেটর ফারুক আহমেদ ও বিভিন্ন ওয়ার্ডের কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি