আমরা পুরোপুরি অবিচারের শিকার: বার্সা কোচ জাভি

সর্বমোট পঠিত : 29 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এল ক্লাসিকো হবে আর বিতর্ক থাকবে না, এ যেনো প্রায় অসম্ভব একটি ঘটনা। গতকাল রাতে লা লিগায় ৩-২ গোলে বার্সেলোনাকে হারিয়ে আরেকটি লা লিগা জয়ের দ্বারপ্রান্তে থাকা রিয়াল মাদ্রিদ জয়োল্লাস করছে। অন্যদিকে লা লিগায় গোল লাইন প্রযুক্তি না থাকায় ক্ষোভ ঝেড়েছে বার্সেলোনা।


এল ক্লাসিকো হবে আর বিতর্ক থাকবে না, এ যেনো প্রায় অসম্ভব একটি ঘটনা। গতকাল রাতে লা লিগায় ৩-২ গোলে বার্সেলোনাকে হারিয়ে আরেকটি লা লিগা জয়ের দ্বারপ্রান্তে থাকা রিয়াল মাদ্রিদ জয়োল্লাস করছে। অন্যদিকে লা লিগায় গোল লাইন প্রযুক্তি না থাকায় ক্ষোভ ঝেড়েছে বার্সেলোনা।

বার্সেলোনা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ ক্ষোভের সুরে বলেছেন, লা লিগায় গোললাইন প্রযুক্তি না থাকা লজ্জাজনক।

জাভি বলেন, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শুধু লা লিগাতেই গোল লাইন প্রযুক্তি নেই। গত বছর লা লিগা সভাপতি হাভিয়ের বলেছিলেন গোল লাইন প্রযুক্তি বেশ ব্যয়বহুল। কারণ ১-১ এ সমতায় থাকা ম্যাচটিতে ২৮ মিনিটে কর্নার থেকে লামিনে ইয়ামালের প্রচেষ্টা রুখে দেন মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন।


​​​​​​​

কিন্তু বলটি গোললাইনের ভেতরে চলে গিয়েছে বলে দাবি জানাতে থাকে বার্সেলোনা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির রায় মেনে গোল দেননি মাঠের রেফারি। ধারাভাষ্যকারেরাও সে সময় গোললাইন প্রযুক্তির অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ হাসিটা হেসেছে রিয়াল মাদ্রিদ। এই দিন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারানোই নয় বরং সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারের কষ্টটা যেনো আরও তীব্র হয়ে উঠেছে জাভির শিষ্যদের জন্য।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি