এবার রিয়াল মাদ্রিদকে হারানো খুব কঠিন হবে: পেপ গার্দিওলা

সর্বমোট পঠিত : 42 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কয়েক মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের সঙ্গে নকআউট পর্বে নিয়মিত সাক্ষাৎ হচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সবশেষ এই দুই জায়ান্টের মুখোমুখিতে শেষ হাসিটা হেসেছিলো ম্যানচেস্টার সিটি। এবারও শেষ আটে মুখোমুখি হবে দুই দল। বুধবার (১০ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে দুই দল।


কয়েক মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের সঙ্গে নকআউট পর্বে নিয়মিত সাক্ষাৎ হচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সবশেষ এই দুই জায়ান্টের মুখোমুখিতে শেষ হাসিটা হেসেছিলো ম্যানচেস্টার সিটি। এবারও শেষ আটে মুখোমুখি হবে দুই দল। বুধবার (১০ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে দুই দল।

তবে ম্যানসিটি কোচ গার্দিওলা মনে করছেন এবারের কাজটা মোটেও সহজ হবে না।

এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা জানান, টানা দুই ম্যাচে রিয়ালকে হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে। এ সময় তিনি আরও জানান, 'একই ঘটনা দুই বার ঘটা খুব কঠিন। টানা দুই বার রিয়াল মাদ্রিদকে হারানো সহজ কাজ নয়। তারা ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং (গত মৌসুমের হারের) বদলা নিতে চাইবে। তাদের একটা সম্মান আছে। আমরা এখানে শুধু খেলা নিয়ন্ত্রণ করার জন্য আসতে পারি না, আমাদের রিয়াল মাদ্রিদকে আঘাত করতে হবে, তাদের শাস্তি দিতে হবে, গোল করার চেষ্টা করতে হবে। '

উল্লেখ্য, গত মৌসুমে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করেছিলো সিটি। এর পরের লেগে মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেয় গার্দিওয়ালার শিষ্যরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি