২ সপ্তাহে পেঁয়াজের দাম বাড়ল ২০ টাকা

২ সপ্তাহে পেঁয়াজের দাম বাড়ল ২০ টাকা
সর্বমোট পঠিত : 94 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

রাজবাড়ীর বাজারে দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ২০ টাকা বেড়েছে। বিক্রেতাদের দাবি, বাজারে আমদানি কম থাকার কারণে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। জেলার কাঁচাবাজারে রোববার সকালে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায় যা দুই সপ্তাহ আগেও ছিল ৩০ থেকে ৩২ টাকা।

আরজু খন্দকার নামে এক ক্রেতা জানান, কয়েক দিন আগে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ কিনলেও আজ তা কিনছেন ৫০ টাকায়। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষ পেঁয়াজ ছাড়াই তরকারি খাবে।


রফিকুল ইসলাম নামে আরেক ক্রেতা জানান, ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজ। যেভাবে প্রতিদিন বাড়ছে, তাতে ২০০ টাকা কেজি হলো বলে।


আড়তদার রশিদ মণ্ডল জানান, বেশি লাভের আশায় কৃষকরা ঘর থেকে পেঁয়াজ বের করছেন না। আর বাজারে পেঁয়াজের আমদানি কম থাকার কারণে দাম বেড়েছে। এক সপ্তাহ আগে পেঁয়াজের মণ ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। এখন দাম ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৬৮০ টাকা।


অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমান শেখ জানান, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো বিক্রেতা পেঁয়াজের দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি