অগ্নি নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের কমিটি গঠন

সর্বমোট পঠিত : 76 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ঢাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। গঠিত কমিটি বেইলি রোডে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনার তদন্তও করবে।


ঢাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। গঠিত কমিটি বেইলি রোডে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনার তদন্তও করবে।

সোমবার (৪ মার্চ) বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে চার মাসের মধ্যে সে বিষয়ে জানানোর জন্যও বলা হয়েছে।

আদালত বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের সামনে ফায়ার সার্ভিসের নোটিশ দৃশ্যমান করে টাঙাতে হবে। শুনানিতে ঢাকার রেস্টুরেন্টগুলোর অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। একইসঙ্গে রুফটপ রেস্টুরেন্টগুলো পরিচালনা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। হাইকোর্ট বলেছে, যেভাবে একের পর এক রুফটপ রেস্টুরেন্ট হচ্ছে তাতে অবাক হচ্ছি।

এদিকে, ঢাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিতে সরকারের ব্যর্থতা নিয়েও রুল জারি করেছেন আদালত। এ সময় বেইলি রোডের অগ্নিকাণ্ড অতীতের অগ্নি দূর্ঘটনারই ধারাবাহিকতা বলেও মন্তব্য করেন উচ্চ আদালত।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি