রক্তদানে আমরা শেরপুরের উদ্যোগে 'মানবতার দেয়াল'

মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সীমানা প্রাচীরে স্থাপিত ‘মানবতার দেয়াল’ এর উদ্বোধন করেন পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া।
সর্বমোট পঠিত : 170 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মানবতার দেয়াল উদ্বোধন করে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘আমরা অনেকেই আছি, পরনের কাপড় একটু পুরনো হলেই অথবা শারীরিক গঠন বৃদ্ধির কারণে কাপড়গুলো ফেলে দেই। সকলের কাছে অনুরোধ থাকবে, সেই কাপড়গুলো ফেলে না দিয়ে মানবতার দেয়ালে টানিয়ে দেয়ার জন্য। নিজের অপ্রয়োজনীয় কাপড়গুলো হতে পারে গরীব, দুস্থ ও অসহায় মানুষের বস্ত্র সমস্যার সমাধান।’ শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান তিনি। পরে এখানে উপস্থিত কয়েকজন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন মেয়র।

শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে আমরা শেরপুরের উদ্যোগে 'মানবতার দেয়াল' উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল মানুষেরা তাঁদের ব্যবহৃত পুরনো কাপড় এখানে রেখে যেতে পারবেন। আর দুস্থ ও অসহায় মানুষ এখান থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে যেতে পারবেন।  মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সীমানা প্রাচীরে স্থাপিত ‘মানবতার দেয়াল’ এর উদ্বোধন করেন পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। 

    মানবতার দেয়াল উদ্বোধন করে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘আমরা অনেকেই আছি, পরনের কাপড় একটু পুরনো হলেই অথবা শারীরিক গঠন বৃদ্ধির কারণে কাপড়গুলো ফেলে দেই। সকলের কাছে অনুরোধ থাকবে, সেই কাপড়গুলো ফেলে না দিয়ে মানবতার দেয়ালে টানিয়ে দেয়ার জন্য। নিজের অপ্রয়োজনীয় কাপড়গুলো হতে পারে গরীব, দুস্থ ও অসহায় মানুষের বস্ত্র সমস্যার সমাধান।’ শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান তিনি। পরে এখানে উপস্থিত কয়েকজন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন মেয়র।   

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি ও রক্তদানে আমরা শেরপুরের উপদেষ্টা দেবাশীষ সাহা রায়, উপদেষ্টা কামরুজ্জামান লিটন, আয়োজক সংগঠনের সভাপতি রবিন সাহা, সিনিয়র সহসভাপতি অনুপ পাল, সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক অনিক মাহবুব প্রমুখ।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি