জনম দুঃখী- হৃদয় বোস

হৃদয় বোস
সর্বমোট পঠিত : 173 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কবিতা

জনম দুঃখী রাস্তার সন্তান মোরা,

নাম হয়েছে মোদের পথ শিশু,

রেললাইনের ধারে কিংবা ফুটপাত ঘেষে লাখো শিশু আছে,

ঠিক আমাদেরই মতো।


বিত্তবানের ফেলে দেওয়া

উৎষিষ্ঠ,

কপাল পোড়া বলেই খাই

কেনার নেই যে সাধ‍্য!


যদিও বই থাকার কথা ছিল মোদের হাতে,

কাঁধে ব্যাগ নিয়ে ব্যস্ত মোরা আজ হাঁসি কুড়াতে!


কেন এমন হলো আমাদের এই জীবন?

কেহ কী করতে পারেনা মোদের একটু আপন?


স্বজনহারা এই আমরা

শিখবো কেমন করে,

সমাজ যদি মোদের দেখে

অবহেলা করে?

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি