চতুর্থবারের মতো বিপিএল শুরুর সূচি দিলো বাফুফে

বিপিএল
সর্বমোট পঠিত : 87 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অনিশ্চয়তা না কাটলেও আগষ্টের মধ্যে লিগ শেষ করতে চায় লিগ কমিটি। আপাতত কমলাপুর ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। বিধিনিষেধ শেষে মিলবে আর্মি স্টেডিয়াম।


মঙ্গলবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর তারিখ আবারো ঘোষণা দিয়েছে ফুটবল ফেডারেশন। এ নিয়ে চতুর্থবার সূচি দিয়েছে লিগ কমিটি। লিগ পিছিয়ে দেয়ার কারণ হিসেবে সরকারী সিদ্ধান্তকে সম্মাণ জানানোর, দাবী করেছেন লিগ কমিটি চেয়ারম্যান সালাম মুর্শেদি। অনিশ্চয়তার মাঝেও এই মাসেই লিগ শেষ করতে চায় বাফুফে।

আরও একবার প্রিমিয়ার লিগ শুরুর ঘোষণা ফুটবল ফেডারেশনের। ঈদের পর এ নিয়ে চতুর্থবার। পেশাদার লিগ কমিটির পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ।

লিগ হবে কি হবে না. এই দোলাচলের মাঝে এবার আত্নবিশ্বাসী কমিটি চেয়ারম্যান সালাম মুর্শেদী। কিন্তু ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তরের ক্লাবগুলোকে নিয়ে কেন এমন আচরণ? সরকারী সিদ্ধান্তকে সম্মান জানানোর দোহাই বাফুফের।

কিন্তু বিধিনিষেধ চলবে ৫ আগস্ট পর্যন্ত। তাহলে কি সরকারী অনুমোন মিলেছে?

অনিশ্চয়তা না কাটলেও আগষ্টের মধ্যে লিগ শেষ করতে চায় লিগ কমিটি। আপাতত কমলাপুর ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। বিধিনিষেধ শেষে মিলবে আর্মি স্টেডিয়াম।

সংস্কারের জন্য ৬ আগষ্ট থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম জাতীয় ক্রীড়া পরিষদকে বুঝিয়ে দেয়ার কথা থাকলেও, লিগ শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামটি ব্যবহার করবে বাফুফে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি