এই ২৬ জনকে নিয়েই বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা?

সর্বমোট পঠিত : 34 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বর্তমান ফর্ম ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় গাস্তন এদুল খেলোয়াড়দের দুটি শ্রেণিতে ভাগ করেছেন। একটা শ্রেণিতে বিশ্বকাপে নিশ্চিতভাবে খেলতে যাওয়া ২০ জন, অন্য শ্রেণিতে বিশ্বকাপের দৌড়ে থাকা ফুটবলাররা।


লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? আর্জেন্টাইন কিংবদন্তি এ নিয়ে সরাসরি মুখ না খুললেও এটা অনেকটাই নিশ্চিত যে, কোনো অঘটন না ঘটলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে দেখা যাবে মেসিকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমে মুন্দো আলবিসেলেস্তে পরবর্তী বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজ। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৬ সদস্যের দলে ২০ জনের জায়গা এরই মধ্যে পাকাপাকি করে ফেলেছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন কোচের সেই ‘নিশ্চিত’ ২০ জনের লিস্টে অবশ্যম্ভাবীভাবে মেসির নাম আছে।

আর্জেন্টাইন বিখ্যাত সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, চোট, ফর্মহীনতা, বিশ্বকাপের আগ মুহূর্তে নতুন প্রতিভার উত্থান- এমন কিছু না ঘটলে ওই ২০ জনকে দেখা যাবে বৈশ্বিক টুর্নামেন্টে। বাকি থাকা ৬টি স্থানের জন্য বেশ কয়েকজন খেলোয়াড়কে তালিকায় রেখেছেন স্কালোনি।

বর্তমান ফর্ম ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় গাস্তন এদুল খেলোয়াড়দের দুটি শ্রেণিতে ভাগ করেছেন। একটা শ্রেণিতে বিশ্বকাপে নিশ্চিতভাবে খেলতে যাওয়া ২০ জন, অন্য শ্রেণিতে বিশ্বকাপের দৌড়ে থাকা ফুটবলাররা।

নিশ্চিত ২০ জন:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুইয়ি।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারেদেস, এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাকআলিস্তার, জিওভান্নি লো সেলসো, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস পাস।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লওতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা।

২১ থেকে ২৬ নম্বর জায়গার দৌড়ে থাকা ফুটবলাররা:

ওয়ালতার বেনিতেস, হুয়ান ফয়েথ, লেওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা/মার্কোস সেনেসি, মার্কোস আকুনা, ভালেন্তিন বারকো, এক্সেকুয়েল পালাসিওস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও হোসে মানুয়েল লোপেস।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি