দেশ গড়তে মতবিনিময় করবে বিএনপি, লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

সর্বমোট পঠিত : 40 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ সময় রিজভী বলেন, ‘আগামীকাল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশের প্রতিটি মসজিদে দোয়া ও মোনাজাত এবং প্রতিটি মন্দিরে প্রার্থনা হবে।’

আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভার কর্মসূচি দিয়েছে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, ‘আগামীকাল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশের প্রতিটি মসজিদে দোয়া ও মোনাজাত এবং প্রতিটি মন্দিরে প্রার্থনা হবে।’

কর্মসূচি নিয়ে রিজভী জানান, দেশ গড়ার পরিকল্পনা নিয়ে ৭-৮ ডিসেম্বর ছাত্রদল আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর যুবদলের, ১০ ডিসেম্বর কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের এবং ১১ ও ১৩ ডিসেম্বর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া একটি অনন্য জাতীয় ঐক্যের প্রতীক। নানা নির্যাতনেও তাকে সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। পুরো জাতিসহ আন্তর্জাতিক সম্প্রদায় তার জন্য দোয়া করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার আগের মতো চিকিৎসা চলছে। তার অবস্থা আগের মতোই অপরিবর্তিত। তিনি চিকিৎসা নিতে পারছেন।’ 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি