এভাবে অস্বাভাবিকভাবে দেশ চলতে পারে না: তারেক রহমান

সর্বমোট পঠিত : 25 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, ‘দেশের অবস্থা স্বাভাবিক নয়। শেয়ার মার্কেটে ধস নেমেছে, একের পর এক ব্যাংক বন্ধ হচ্ছে, বিনিয়োগ কমেছে, হাসপাতালে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না, মানুষের জীবনের নিরাপত্তা নেই। এমন অস্বাভাবিকভাবে দেশ চলতে পারে না বা চলতে দেওয়া যায় না।’

দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ব্যহত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন। 

বিজয়ের মাসে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সাত দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি শুরু করেছে বিএনপি। সকালে কর্মসূচি উদ্‌বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, ‘দেশের অবস্থা স্বাভাবিক নয়। শেয়ার মার্কেটে ধস নেমেছে, একের পর এক ব্যাংক বন্ধ হচ্ছে, বিনিয়োগ কমেছে, হাসপাতালে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না, মানুষের জীবনের নিরাপত্তা নেই। এমন অস্বাভাবিকভাবে দেশ চলতে পারে না বা চলতে দেওয়া যায় না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘বিশেষ কেউ নয়, সাধারণ মানুষ ছাত্র-জনতার অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করতে অতীতের মতো এখনও ষড়যন্ত্র চলছে।’ 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি