এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি (তারেক রহমান) শিগগির চলে আসবেন।’
তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমদ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। এ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
এর আগে, রাতে কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি (তারেক রহমান) শিগগির চলে আসবেন।’
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। লন্ডনে অবস্থানরত বিএনপির এই নেতার দেশে ফেরা নিয়ে সম্প্রতি জোরদার আলোচনা চলছে। তৈরি হয়েছে ধোয়াশা। এ অবস্থায় সালাহউদ্দিন আহমেদের এ বক্তব্য এল।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
সোমবার রাত দেড়টার দিকে হাসপাতালের মূল ফটকের পাশে ব্যারিকেড বসায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের অধীনে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। তবে সোমবার তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অর্ন্তবর্তী সরকার। এরই প্রেক্ষিতে হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার ও সড়কে ব্যারিকেড দিয়েছে ডিএমপি।
মন্তব্য