তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে কাতার এয়ারওয়েজের অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে আজ মধ্যরাত অথবা আগামীকাল সকালে।
খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে আজ মধ্যরাতে বা কাল সকালে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ মধ্যরাতে বা আগামীকাল শুক্রবার সকালে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে। এরই মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে কাতার এয়ারওয়েজের অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে আজ মধ্যরাত অথবা আগামীকাল সকালে।
বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র বলছে, কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। চিকিৎসকসহ ১৪ জন তার সঙ্গে যাবেন। এ ছাড়া বৃহস্পতিবার ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে।
এরআগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স করে তিনি লন্ডনে যান। চিকিৎসা শেষে ৬ মে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ বিএনপির পক্ষ থেকে এক ব্রিফিংয়ে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
মন্তব্য