খালেদা জিয়ার খোঁজ খবর নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

সর্বমোট পঠিত : 50 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

খালেদা জিয়াকে চিকিৎসা সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি। যুক্তরাজ্য, চীনসহ মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

খালেদা জিয়াকে চিকিৎসা সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি। যুক্তরাজ্য, চীনসহ মেডিকেল বোর্ডের সদস্যদের বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১২ ঘণ্টায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

এর আগে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছেন।

এরমধ্যে মঙ্গলবার রাতে তিন বাহিনীর প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান। এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি