খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০ সেপ্টেম্বর রাতে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
সর্বমোট পঠিত : 2,055 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অনুষ্ঠানে জানানো হয়, ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ঝাঁকজমকভাবে পালন করা হবে।

শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের তালিকাভূক্ত খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রাতে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।  

এ প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সভাপতি মোঃ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক জামিল হোসেন সরকার, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহসিন আল মাসুদসহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা শুরুর পূর্বে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মরুহুম মানিক মিয়ার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা সভা হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

অনুষ্ঠানে জানানো হয়, ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ঝাঁকজমকভাবে পালন করা হবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি