সরিষাবাড়ীতে পুলিশ প্রসাশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

সর্বমোট পঠিত : 47 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই, চাঁদাবাজী, সন্ত্রাস, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ/প্রতিরোধ নিয়ন্ত্রনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সরিষাবাড়ী থানা ক্যম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই, চাঁদাবাজী, সন্ত্রাস, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ/প্রতিরোধ নিয়ন্ত্রনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সরিষাবাড়ী থানা ক্যম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়াএর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)। বিশেষ অতিথি ছিলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। 

সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা জামায়াত ইসলামের আমীর ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল, সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক একেএম ফয়েজুল কবীর তালুকদার শাহীন প্রমুখ। 

সুধী সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি