আওয়ামীলীগ থেকে যোগদান প্রত্যাহার করলেন সাংবাদিক মেরাজ

আওয়ামীলীগ থেকে যোগদান প্রত্যাহার করলেন সাংবাদিক মেরাজ
সর্বমোট পঠিত : 623 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বাংলাদেশ আওয়ামীলীগে যোগদানের ৬দিনের মাথায় যোগদান প্রত্যাহার করে নিলেন সাংবাদিক মেরাজ। যোগদান প্রত্যাহার পত্রে জানান, এখন থেকে কোন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক না। নিরপেক্ষ থেকেই পেশাগত কাজ করে যাচ্ছি আমি। 


এ বিষয়ে তিনি জানান, গত  ১৯ এপ্রিল একটি বিশেষ পরিস্থিতির কারণে আওয়ামীলীগে তাকে যোগদান করানো হয়। এ যোগদান নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি বিরোধিতা করায় এবং আওয়ামী লীগেই প্রশ্ন ওঠায় ও দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ করায় বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। তাই যোগদানের ছয়দিনের মাথায় গত ২৪ এপ্রিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবরে আবেদন দিয়ে আওয়ামীলীগ থেকে যোগদান প্রত্যাহার করে নেন। এরপর থেকেই তিনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। এরপর থেকে কোন রাজনৈতিক দলের কোন কর্মসূচিতে অংশ গ্রহণ করেননি।

কিন্তু কেউ কেউ বিষয়টিকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন। তিনি জানান নিরপেক্ষ থেকে পেশাগত দায়িত্ব পালন করে যেতে চাই। 
বর্তমানে সাংবাদিক মেরাজ দৈনিক ইনকিলাব ও ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করে যাচ্ছেন।​​​​​​​

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি