ঈদের আগে বগুড়ায় ৩ হাজার মানুষের মুখে হাসি ফোঁটালো কাউন্সিলর মতিন

সর্বমোট পঠিত : 28 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আয়োজন প্রসঙ্গে কাউন্সিলর মতিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূলের সকল নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই নির্দেশনা বাস্তবায়নে তিনি শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছেন অসহায় মানুষদের সহযোগিতার। তারই ধারাবাহিকতায় ঈদের আগে প্রায় ৩ হাজার মানুষের মুখে হাসি ফোঁটানোর লক্ষ্যে নারীদের নতুন শাড়ি ও পুরুষদের লুঙ্গি দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন যা আগামীতেও অব্যাহত থাকবে।


পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারের উদ্যোগে ৩ হাজার অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের চকসূত্রাপুরে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ সকলের মাঝে এই ঈদবস্ত্র বিতরণ করা হয় যাতে ঈদ আনন্দ ছড়িয়ে পরেছে সুবিধাবঞ্চিত সকলের মাঝে।

কাউন্সিলর মতিন সরকারের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে পরম মমতায় উপহারস্বরুপ সকলের হাতে নতুন বস্ত্র তুলে দেন জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হাসান জিসু, বগুড়া জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হোসেন কমল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক জালাল উদ্দিন, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবর আলী মোল্লা, সমাজসেবক জাহাঙ্গীর হোসেন, ৪নং ওয়ার্ড কার্যালয়ের সচিব কবিরুল ইসলাম মুন্না, জেলা ছাত্রলীগ নেতা তন্ময় সরকার, শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান, তুহিন শেখ, মিল্লা শেখ, আব্দুল মালেক, হাবিবুর রহমান, জেমস সরকার প্রমুখ।

আয়োজন প্রসঙ্গে কাউন্সিলর মতিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূলের সকল নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই নির্দেশনা বাস্তবায়নে তিনি শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছেন অসহায় মানুষদের সহযোগিতার। তারই ধারাবাহিকতায় ঈদের আগে প্রায় ৩ হাজার মানুষের মুখে হাসি ফোঁটানোর লক্ষ্যে নারীদের নতুন শাড়ি ও পুরুষদের লুঙ্গি দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন যা আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি