দেশের কোনো বাজারে মৌসুমী ব্যবসায়ীদের ব্যবসা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, মৌসুমী ব্যবসায়ীদের কারণেই বাড়ছে বিভিন্ন পণ্যের দাম।
মৌসুমী ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
সর্বমোট পঠিত :
153 বার
দেশের কোনো বাজারে মৌসুমী ব্যবসায়ীদের ব্যবসা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, মৌসুমী ব্যবসায়ীদের কারণেই বাড়ছে বিভিন্ন পণ্যের দাম।
সোমবার (১১ মার্চ) রাজধানীর শান্তিনগর বাজারে তদারকি শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, উৎপাদক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত বাজারকে শৃঙ্খলার মধ্যে আনা হবে।
বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর হবে সরকার।
এসময় ভোক্তা অধিদপ্তরের ডিজি বলেন, রশিদ ছাড়া পণ্য ক্রয়-বিক্রয় করলে প্রয়োজনে সংশ্লিষ্ট বাজারের কমিটি বাতিল করা হবে। তাছাড়া রশিদ না দিলে কাওরানবাজারের বাজার কমিটি বিলুপ্ত করার হুঁশিয়ারিও দেন তিনি।
মন্তব্য