স্বপনে -বাস্তবতা

স্বপনে -বাস্তবতা
সর্বমোট পঠিত : 346 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কলমে- নাজমুুন নাহার

স্বপন দেখেছিলো মন,
তোমাকেই চাইতে,
কিন্তুু তোমাকে চাইলেই কি?
আর না চাইলেই কি?
তোমাকে নিয়ে স্বপন দেখাটার,
ফলাফলটাও তো শূন্য মনে হয়।

স্বপনে - বাস্তবিকতা এখন,
বাতাসে ভেসে বেড়ানো
এক পশলা মেঘ।
যা বৃষ্টি হয়ে ঝড়ে পড়তেও পারে,
আবার নাও পড়তে পারে।

স্বপ্নিল জগতে আফসোস নয়,
চলো পথ,দূর থেকে দূরে,
বাস্তবিকতায়, প্রিয় মানুষটার
পাশে থেকে,হাতটি ধরে।
এগিয়ে চলো,সময়েরই সুরে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি