দোহারে কোস্টগার্ডের অভিযানে ৪০০ কোটি টাকার চায়না চাই জাল জব্দ

সর্বমোট পঠিত : 55 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্ত বিসিজি পাগলা স্টেশনের টহলদল ঢাকার দোহারে অবস্থিত লটাখোলা বাজারের কারখানা ও গোডাউনে অভিযান পরিচালনা করে ৪০০ কোটি টাকার অবৈধ চাই জাল জব্দ করেছে।


কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্ত বিসিজি পাগলা স্টেশনের টহলদল ঢাকার দোহারে অবস্থিত লটাখোলা বাজারের কারখানা ও গোডাউনে অভিযান পরিচালনা করে ৪০০ কোটি টাকার অবৈধ চাই জাল জব্দ করেছে।

১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি,বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর অনুমানিক বেলা ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মুনজুর এর নেতৃত্বে ঢাকা জেলার দোহার থানার লটাখোলা বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি অবৈধ চায়না রিং চাই তৈরির কারখানা এবং ০৮ টি গোডাউন তল্লাশি চালিয়ে আনুমানিক ৮ লক্ষ পিস চায়না রিং চাই জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪০০ কোটি টাকা।

এসময় জালের প্রকৃত মালিক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান এবং দোহার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ লুৎফর নাহার।

তিনি আরও বলেন, পরবর্তীতে নিবার্হী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার সম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি