তরুন প্রজন্মের কাছে রুদ্রের সাহিত্যকর্ম পৌঁছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব

সর্বমোট পঠিত : 28 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উল্ল্যেখ্য কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে সরকার কর্তৃক একুশে পদক-২০২৪ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিননার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এ রুদ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।


মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল ছিলেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। স্বৈরাচার ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের আপোষহীন যোদ্ধা ছিলেন কবি রুদ্র। শেকড় সন্ধানী কবি রুদ্র আজীবন গ্রামকে ভালোবেসে গেছেন। উপদ্রত উপকূল মোংলার প্রাণের মানুষ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-কে রাস্ট্রীয় স্বীকৃতি হিসেবে একুশে পদক প্রদান করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুন প্রজন্মের কাছে রুদ্র’র সাহিত্যকর্ম পৌছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় মোংলার মিঠাখালী ফুটবল মাঠে রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ওয়াটারকিপার্স বাংলাদেশ, উপজেলা শিল্পকলা একাডেমি, মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে রুদ্র স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।


উল্ল্যেখ্য কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে সরকার কর্তৃক একুশে পদক-২০২৪ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিননার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এ রুদ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মাহমুদ হাসান ছোটমনি’র সভাপতিত্বে এবং রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত ও প্রভাষক এস এম মাহবুবুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যক কবি রুদ্রের বন্ধু বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, আবৃত্তিকার মাহিদুল ইসলাম মাহি, বাংলা একাডেমির পরিচালক শাহাদাৎ হোসেন নিপু, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি